chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯০ মিমি বৃষ্টিপাত, জলাবদ্ধতায় দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখনো অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বেলা ১২ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৯০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

ভারী বৃষ্টির কারণে আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহর, চকবাজার, প্রবর্তক, মুরাদপুর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যাংক, তৈরি পোশাক কারখানাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের।

তবে সকাল সাড়ে ১০টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় বিভিন্ন সড়কে জমে থাকা পানি নামতে শুরু করেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল থেকে নগরীর প্রধান সড়কগুলোতে রিকশাও ছিল কম।

এর ফলে যারা টিকা গ্রহণ, ব্যাংক, তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন কাজে গন্তব্যে বেরিয়েছেন তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সেলিম উদ্দিন বলেন, অতি বৃষ্টির কারণে নগরীর দুই নম্বর এলাকায় পানি উঠেছে। এমনিতেও বিধিনিষেধের কারণে সড়কে গাড়ি নেই। এখন আবার পানির কারণে রিকশাও কম।

নিজাস উদ্দিন নামে আরেকজন বলেন, হাঁটু পরিমাণ পানি দিয়ে হেঁটে রিকশায় উঠতে হয়েছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে কবে মুক্তি পাব জানি না।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ বলেন, মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

তিনি ববলেন, সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই। নদী বন্দরকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

সএএস/নচ

এই বিভাগের আরও খবর