chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নগরীর চান্দগাঁও থানার রকি কলোনি এলাকায় পুকুরের পানিতে ডুবে বিজয় চন্দ্র রায় (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয় গোপালের দোকানের পাশে পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত বিজয় চন্দ্র রায় রংপুরের রাজারহাট থানার শিংগার এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। সে বর্ণমালা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের এসআই নুরুল আলম বলেন, পুকুরে গোসল করতে নেমে পানিতে হঠাৎ ডুবে যায় বিজয়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।

সকাল পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...