chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম ৯৭৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১

ডেস্ক নিউজ: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭৩ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় ১১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৯২৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৫৩২ ও বিভিন্ন উপজেলার ৩৯৫ জন।

এর মধ্যে, রাউজান উপজেলায় ৬৪ জন, পটিয়া উপজেলায় ৪৯ জন, চন্দনাইশ উপজেলায় ৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে করোনার প্রকোপ বেশি দেখা যাচ্ছে।

এছাড়া সচেতন না হওয়ায় মৃত্যুঝুঁকিও বেশি। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করলেই দেখা যায়, শহরের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি।

এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৩ জনে। রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮২ হাজার ৮৮৬ জনে।

এই বিভাগের আরও খবর
Loading...