chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবির বিক্ষোভে উত্তাল মালয়েশিয়া

ডেস্ক নিউজ: করোনা নিয়ন্ত্রণে কঠোর নজরদারির মধ্যেই প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ দাবির বিক্ষোভে উত্তাল মালয়েশিয়া। 

শনিবার (৩১ জুলাই) বেলা ১১টার পর মসজিদ জামেকের বাইরে দাতরান মারদেকার পাশে কালো কাপড় পরে শত শত বিক্ষোভকারী সমাবেশে অংশ নেয়।

প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আগে পুলিশ কুয়ালালামপুরের দাতরান মেরদেকার দিকে যাওয়ার রাস্তা ঘেরাও করে রাখে। সমাবেশে রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন পিকেআরের সহ-সভাপতি তিয়ান চুয়া। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এক বিক্ষোভকারী সাংবাদিকদের জানান, দাতারান মেরদেকা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকায় কুয়ালালামপুর সিটি হলের অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় আশপাশে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভকারীরা তাদের সঙ্গে আনা ব্যানারে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার পদত্যাগ, একটি পূর্ণাঙ্গ সংসদ অধিবেশনসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘ব্যর্থ সরকার’ লেখা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

 

এই বিভাগের আরও খবর