chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আ জ ম নাছিরের উদ্যোগে নিম্নজীবী মানুষের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে নিম্নজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ বহদ্দারহাট মোড় এবং চান্দগাঁও ওয়ার্ডস্থ সিএন্ডবি মোড় এলাকায় এসব খাবার বিতরণ করা হয়।

আ জ ম নাছিরের পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এসব খাবার বিতরণ করেন।

এসময় নগর আওয়ামী লীগ নেতা মো ইসা, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নূর মোহাম্মদ নূরু, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশিদ লোকমান, আবুল কালাম কন্ট্রাকটর, হুমায়ুন কবীর, আবু সাইয়িদ, হেলাল, মো খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসুচির উল্লেখ্য দুইটি স্থানে ৫ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে নগর জুড়ে নিয়মিতভাবে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম চলছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...