chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় কেড়ে নিল ওমান প্রবাসীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করােনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক প্রবাসী বাংলাদেশী।

আজ শনিবার (৩১ জুলাই) ভােরে ওমানের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত মো. আলমগীর (৩৮) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার মৃত উবাইদুর রহমানের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা রায়হান উদ্দিন।

তিনি বলেন, চাচা আলমগীর ওমানে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ দিন আইসিইউতে চিকিৎসারত অবস্থায় ছিলেন।

আলমগীরের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...