chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৫৮ জনে

ডেস্ক নিউজ: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৫৮ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৬৬ জনের। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ২১৭।

শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৪৬৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের এক হাজার ৮৫ ও উপজেলার ৩৮১ জন।

উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ রাউজান এবং বোয়ালখালীতে।
এদিন লোহাগাড়ায় ৫ জন, সাতকানিয়ায় ৩৮ জন, বাঁশখালীতে ১২ জন, আনোয়ারায় ৭ জন, চন্দনাইশে ২৬ জন, পটিয়ায় ৫ জন, বোয়ালখালীতে ৪৮ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, রাউজানে ৬২ জন, ফটিকছড়িতে ৩৩ জন, হাটহাজারীতে ৪৫ জন, সীতাকুণ্ডে ২৬ জন, মিরসরাইয়ে ১৯ জন এবং সন্দ্বীপে ১৭ জন সহ মোট ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর