chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিআরবিসহ সকল ভূপ্রকৃতি রক্ষায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি কাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় সিআরবিসহ চট্টগ্রামের সকল ভূপ্রকৃতি রক্ষায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির ঘোষণা করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তাছাড়া একই দিন বাদ জুমায় চট্টগ্রাম নগরীর মসজিদসমূহে করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন নগরবাসীকে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা এবং লকডাউন চলাকালীন স্ব স্ব অবস্থান থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে অর্থলিপ্সু হায়েনাদের হাত থেকে সিআরবিসহ চট্টগ্রামের সকল ভূপ্রকৃতি রক্ষায় প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নগরবাসীর প্রতি সবিনয় অনুরোধ জানান সুজন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...