chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়ায় করোনা রোগীর বাসায় অক্সিজেন পৌঁছে দিল পুলিশ 

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির ভয়াবহ চোখ রাঙ্গানিতে চট্টগ্রাম মহানগর জুড়ে দিন দিন সংকট তৈরি হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। জরুরি মুহূর্তে এখানে ওখানে ফোন করেও অক্সিজেন সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন রোগীর স্বজনরা।

তবে সংকটময় এমন সময়েও রোগী ও স্বজনদের স্বস্তি এনে দিচ্ছে অক্সিজেন ব্যাংক। সিএমপি কমিশনারের নির্দেশে নগরীর সকল থানা থেকে একযোগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে এমনই এক সংকটাপন্ন করোনা রোগীর বাসায় সময়মত অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছে বাকলিয়া পুলিশের টিম।

বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, আজ বিকেল পৌনে চারটার সময় হেলাল উদ্দিন নামে এক যুবক থানায় এসে জানালো তার ভগ্নিপতি মির্জা মো. দিদারুল আলম (৪২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন।

সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়েছে। কোথাও তার জন্য অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তাদের একটি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন।

তখন বাকলিয়া থানার মোবাইল টিমের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে একটি অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয় রোগীর বাসায়। এতে রোগী ও স্বজনরা খুশি হন।

করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে বাকলিয়া এলাকার জনসাধারণকে অক্সিজেনের জরুরি প্রয়োজনে থানায় যোগাযোগের পরামর্শ দেন ওসি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...