chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় আরও ২৩৯ জনের প্রাণহানি 

ডেস্ক নিউজ: দেশে মহামারি করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দুইশর নিচে নামছে না। গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় এটি তৃতীয় সর্বোচ্চ।

এর আগে ২৭ জুলাই দেশে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো। তাছাড়া গতকাল বুধবার ২৩৭, গত সোমবার ২৪৭, রবিবার ২২৮, শনিবার ১৯৫ ও শুক্রবার ১৬৬ জনের মৃত্যু হয়।

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ২৫৫।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১৫ হাজার ২ শ ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গতকাল এ সংখ্যা ছিলো ১৬ হাজার ২৩০ জন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণ।

দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...