chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় ৩৩৩-এ ফোন, ত্রাণ পেল ১৩০ পরিবার

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা উপজেলায় ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা পেল ১৩০ অসচ্ছল ও কর্মহীন পরিবার।

এসব খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, আমাদের কাছে ৩৩৩ নম্বরে ফোন ও এসএমএসের মাধ্যমে ১৩০ জন ত্রাণ সহায়তা চেয়েছেন। যাচাই-বাছাই করে সবাইকে ত্রাণ সহায়তা দিয়েছি।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর