chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একদিনে রাউজানে এক গ্রামে করোনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে একদিনে একই গ্রামের দুই জনের মৃত্যু হয়েছে।

উপজেলার উত্তর গশ্চি, জব্বার মাষ্টারের বাড়িতে এক ওমান প্রবাসী ও একই গ্রামের এক ব্যবসায়ীর গত বুধবার মৃত্যু হয়।

জানা যায়, উত্তর গশ্চি গ্রামের মো. হাশেম এর ছেলে ওমান প্রবাসী মো. সুজন দীর্ঘ এক মাস করোনার সঙ্গে যুদ্ধ করে ওমানের একটি হাসপাতালে বুধবার মারা যান।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে একই গ্রামের মো. আহম্মদ হোসেন এর ছেলে মো. দৌলতও করোনায় মৃত্যু হয়। দৌলত একজন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

একদিনে এই গ্রামের দুই যুবকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...