chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা উপসর্গে চবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইংরেজি বিভাগের ১৩-১৪ সেশনের ছাত্রী তানজিদা মোরশেদের মৃত্যু হয়েছে। তিনি গত ১০দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

বৃ্হস্পতিবার (২৯ জুলাই) ভোর পৌন ৬ টার দিকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তানজিদার সহপাঠী মোহাম্মদ শওকত আলী। তিনি বলেন, তানজিদা গত ১০দিন জ্বর,কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল বিকালে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে আইসিউতে ভর্তি করানো হয়।তার অক্সিজেন লেভেল কম এবং ফুসফুসেও সমস্যা পাওয়া গিয়েছিল।

তিনি বলেন, আজ ভোরে তিনি মারা যান। সকলে তার করোনা পরীক্ষা করানোর কথা ছিল। চমেক হাসপাতালের পাশে সকাল সাড়ে দশটায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিহারি কবস্থানে তাকে দাফন করা হয়।
তানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। তিনি মেধাবী ছাত্রী ছিলেন এবং অনার্সে তার রেজাল্ট প্রথম শ্রেণি ছিল।

২০০৮ সালে তার বাবা মারা যান। দুই বোনের মধ্যে তিনি ছোট। একটি কেজি স্কুলে তিনি পার্ট টাইম শিক্ষকতা করতেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র অবলম্বন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...