করোনায় আক্রান্ত মরিয়ম নওয়াজ
ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।
মরিয়ম নওয়াজ নিজেও এক ট্যুইটারবার্তায় করোনায় আক্রান্তের কথা সবাইকে জানিয়েছেন।
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে গত ২৫ জুলাই অনুষ্ঠিত ভোটে নির্বাচনী প্রচারাভিযান চালাতে গিয়ে ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হন তিনি।
পরে নমুনা পরীক্ষা করে বুধবার তার করোনা ধরা পড়ে। পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ও মরিয়ম নওয়াজের চাচা শেহবাজ শরিফ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।