chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে ঢলের পানিতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন ৩ যুবক। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজ যুবকরা হলেন- দরগাহপাড়ার শাহজাহান শাহের ছেলে ফারুখ (২৮), বাবুইয়্যা (২০) এবং শাহজাহান এর নাতি (নাম জানা যায়নি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম।

তিনি বলেন, নিখোঁজ ওই যুবকরা ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা। ঢলের পানিতে মাছ শিকার করতে নেমে ওই ৩ যুবক নিখোঁজ হয়েছেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...