chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জন এবং একই সময়ে পানিতে ডুবে এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ (২৭ জুলাই) মঙ্গলবার দুপুরে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো পরিচয় জানা যায়নি। অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বালুখালী ক্যাম্প-১০ এ পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছে। একই ঘটনায় এ সময় পানিতে ডুবে আরও একটি এক বছরের শিশু মারা গেছে। পাহাড় ধসে নিহতদের অধিকাংশই শিশু বলে প্রাথমিকভাবে জানিয়েছে।

আরপি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...