chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দগাঁওয়ে জামায়াতের আস্তানায় পুলিশের অভিযান, আটক ১৯ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক : নগরীর চান্দগাঁওয়ে মধ্যরাতে একটি বাসায় অভিযান চালিয়ে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অভিযানে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাত ১টায় তাদের আটক করে চান্দগাঁও থানা পুলিশ। ওই বৈঠকে শিবির ও জামায়াতের নেতাকর্মীরা নগরীতে নাশকতার বৈঠক করছিল বলে জানিয়েছে পুলিশ।

আটকদের মধ্যে জামায়াতের চান্দগাঁও থানা উত্তর শাখার আমির হাসান মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক মো. ইস্কান্দার, এরশাদ, সাইফুল আলম, ফরহাদ, মোরশেদ আলম, জাবেদ হোসেন, বেলাল ও মাওলানা ইছাক হুজুর রয়েছেন।

জানা গেছে, মধ্যরাতে একটি বাসায় জামায়াত-শিবিরের লোকজনের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় চান্দগাঁও থানা পুলিশ। এসময় নগরে নাশকতার পরিকল্পনা করার সময় ১৯ জনকে আটক করে থানা পুলিশ। আটকদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাতে একটি বাসায় জামায়াত-শিবিরের লোকজন গোপন বৈঠকের সময় কয়েকজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এসএএস/

এই বিভাগের আরও খবর