chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত লিটন

খেলা ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ঢাকা প্রিমিয়ার লিগের আগে হাতে যে ব্যথা ছিল, সেটাই আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। এ কারণে লিটন শুধু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজই নয়, হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই থেকে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নাও খেলতে পারেন।

এদিকে আজ জানা গেছে অন্য খবর। হারারে থেকে টিম বাংলাদেশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লিটন দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজই মিস করতে পারেন। কারণ তার শশুর অসুস্থ। তার জন্য অসুস্থ শশুরের পাশে থাকা একান্তই জরুরি।

জানা গেছে আজ রাতে (বাংলাদেশ সময় গভীর রাতে) বিষয়টি চূড়ান্ত হবে যে লিটন দাস কি সত্যিই অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজ মিস করবেন কি না?

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...