chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ট্রাক্টরে চড়ে সংসদে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কৃষক আন্দোলনের সমর্থনে ট্রাক্টরে চড়ে সংসদে রাহুল গান্ধী ভারতে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে ট্র্যাক্টরে চড়ে সংসদে গেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সোমবার দেশটির সংসদের বর্ষাকালীন অধিবেশনে যোগ দিতে দলের সমর্থকদের নিয়ে ট্র্যাক্টর চালিয়ে সংসদে যান তিনি। এসময় তিনি বলেন, কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করে সরকার শিল্পপতিদের স্বার্থ রক্ষা করছে। সংসদে এই আইনের বিষয়ে আলোচনা করতে দেয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।

পরে কৃষকদের স্বার্থ বিরোধী আইনগুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানান । বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় এক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।

সুরাহা না হওয়ায় আত্মহত্যা করেছেন অনেকে। সব মিলিয়ে ৫শ ৩৭ জন কৃষকের মৃত্যুর রেকর্ড থাকার কথা জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। তবে সম্প্রতি সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় সরকার জানায়, কৃষক মৃত্যু নিয়ে সরকারের কাছে কোন তথ্য নেই।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর