chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে একদিনে রেকর্ড ২৪৭ মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ১৫১৯২

ডেস্ক নিউজ: দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জন মারা গেছেন। দেশে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে গত ১৯ জুলাই দেশে করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৯ হাজার ৫২১ জন।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এখন পর্যন্ত দেশে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৪৭ জনের মধ্যে পুরুষ ১৪১ জন, নারী ১০৬ জন।

গত একদিনে যারা মারা গেছেন তাদের ৭২ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রামের ৬১ জন, রাজশাহীর ২১ জন, খুলনার ৪৬ জন, বরিশালের ১২ জন, সিলেটের ১৪ জন, রংপুরের ১৬ জন ও ময়মনসিংহের ৫ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২টি নমুনায় পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

এর আগে, গতকাল রোববার (২৫ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১১ হাজার ২৯১ জন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর