chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হিমাচলে ভূমিধসে ৯ পর্যটকের মৃত্যু,আহত ৩

ডেস্ক নিউজ:ভারতের হিমাচল রাজ্যের সাংলা উপত্যকায় ভূমিধসে নয় জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে বিধ্বস্ত হয়ে গেছে সেতুর একটি অংশ নদীতে তলিয়ে যায়। পাহাড়ি রাস্তার বোল্ডার খসে ব্রিজ ভেঙে প্রাণ কাড়ল ৯ পর্যটকের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়িটিতে ১১ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুইজন এবং একজন পথচারী এ ঘটনায় আহত হয়েছেন। আহত ১২ জনের মধ্যে ৯ জনেরই ঘটনাস্থলে নিহত হন বলে জানায় আইটিবিপি।

বিপর্যয়ের সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছেন আইটিবিপি (ইন্দো-টিবেট বর্ডার পুলিশে) জওয়ানরা। খোঁজখবর নিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

তিনি বলেন, কিন্নৌর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় সব সাহায্য করছি। প্রার্থনা করি, জখমরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।

দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ আর আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

এই বিভাগের আরও খবর