chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম নগরে বের হচ্ছে মানুষ, কঠোর প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ চলছে। চট্টগ্রাম নগরীতে এই বিধি-নিষেধ উপেক্ষা করে রাস্তা-ঘাটে প্রয়োজনে অপ্রয়োজনে বের হচ্ছে মানুষ। মানুষের ঘুরাঘুরি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্কলা বাহিনী ও স্থানীয় প্রশাসন।


চট্টগ্রাম নগরীতে ১৮ জন ম্যাজিস্ট্রেটের সাথে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ দায়িত্ব পালন করছে।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি চলাচল ও রাস্তাঘানে মানুষের আনাগুনা বেড়েছে। এছাড়া পাড়া-মহল্লা, অলিগলিতে দোকানপাট খোলা রাখছে, মানুষের আড্ডাও বাড়ছে।

নগরীর প্রবেশ মুখ শাহ আমানত সেতু, সিটি গেইটে সেনা বাহিনী চেক পোস্ট বসিয়েছে। তারপরও মানুষে হেটে নগরীতে প্রবেশ করছে।
সোমবার (২৬ জুলাই) নগরীর দেওয়ানহাট মোড়ে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি মোহাম্মদ নাজমুল আহসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন।

এসিডি মোহাম্মদ নাজমুল আহসান বলেন, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ মানাতে চট্টগ্রাম জেলা প্রশাসন আজ চতুর্থ দিনেও কঠোর অবস্থানে রয়েছে। প্রথমে আমরা মানুষকে বুঝানোর চেষ্টা করেছি। এখন আমরা মামলা দিচ্ছি, জরিমানা করছি। বিধি-নিষেধ বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যহত থাকবে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর