chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে কঠোর লকডাউনের তৃতীয় দিনে ২১৫ মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ২১৫টি মামলা ও ৬৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ জুলাই) জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএর ২ জন ও সিটি করপোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিংমলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর