chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে বড়শি ছুটাতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে বড়শি খুঁজতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি।

রোববার (২৫ জুলাই) দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা সাগর উপকূলে ফেরীঘাটের ব্রীজে বসে বড়শি নিয়ে মাছ ধরছিলেন মো.নুর করিম (৩৭)।
এই সময় হঠাৎ তার বড়শি পানির ভিতর আটকে যায়।

অনেক টানাটানি করে উপায় না পেয়ে বড়শি ছুটানোর জন্য নুর করিম পানিতে ডুব দেয়। কিন্তু ডুব দিয়ে অনেকক্ষণ ধরে না উঠায় সাথে থাকা মো. শহিদ চিৎকার করে আসে পাশের লোকজনদের ঘটনাটি জানান।

খবর পেয়ে ডুবে নিখোঁজ হওয়া নুর করিমকে উদ্ধারে কুমিরা ফায়ার সার্ভিস, সীতাকুণ্ড থানা পুলিশ এবং ফেরীঘাটস্থ নৌপুলিশ উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালায়। নুর করিম কুমিরাস্থ হিংগুরিপাড়ার ইসমাঈলের ছেলে বলে জানা গেছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...