chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সামান্য ত্রুটি পেলে অস্ট্রেলিয়ানরা বেঁকে বসবে’

খেলা ডেস্ক: বাংলাদেশের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ঢাকায় আসার আগে খুবই শঙ্কিত অস্ট্রেলিয়া। এমনকি সফরে এসে যদি প্রতিপক্ষ কোনো ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট কেউ করোনা আক্রান্ত হন তাহলে না খেলেও দেশে ফিরে যেতে পারে দলটি।

এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

তিনি সংশয় প্রকাশ করে বলেন, আমাদের দেশেও যদি ওয়েস্ট ইন্ডিজের মত কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ানরা হয়তো না খেলে চলে যেতে পারে। অস্ট্রেলিয়ানরা করোনা নিয়ে খুবই সতর্ক। সামান্যতম ত্রুটি পেলে তারা বেঁকে বসবে।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ানরা বাংলাদেশে খেলতে আসাই শেষ কথা নয়। কোনো কারণবশত, আমাদের এখানেও যদি উইন্ডিজের মত কোন ঘটনা ঘটে। যদি মাঠকর্মী বা হোটেল স্টাফও করোনা পজিটিভ হয়, তখন কিন্তু তারা বেঁকে বসতে পারে। বাকি ম্যাচ না খেলে চলেও যেতে পারে।

উল্লেখ্য, আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৪, ৬, ৭ ও ৯ আগস্ট হবে বাকি চার ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...