chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে দুই নারীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ সোহাগের কলোনী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুরমা বেগম প্রকাশ সুমি (৩৫), তানজিল হোসেন (২২) ও এমরান হোসেন(২১)।

পুলিশ জানায়, গত ৭ জুলাই চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগী নারীর শ্বশুর বাড়ির এলাকায় বসবাসরত বিবাদীরা তাকে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ সোহাগের কলোনীতে আসামির ভাড়াঘরে নিয়ে আসে। স্বামী অসুস্থ থাকায় তিনি বাধ্য হয়েই চাকরি খুঁজছিলেন।

বিবাদীরা তাকে উক্ত বাসায় আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করে। ভুক্তভোগী রাজি না হলে আসামিরা তাকে মরধর করে।

পরে গত ২২ জুলাই আসামিরা অপর একটি মেয়েকেও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে আসে এবং একই কাজে বাধ্য করে।

এরপর শুক্রবার (২৩ জুলাই) রাতে ভুক্তভোগী কৌশলে নিজের মোবাইল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে বায়েজিদ থানা পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা করা হয়েছে বলে জানায় পুলিশ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর