chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ১৬২০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: নগরীতে ১ হাজার ৬২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দর থানাধীন পূর্ব নিমতলা শাহ আলম মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আব্দুল গফুর (৩৭)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং থানার ঝিমংখালী গ্রামের মৃত মো. কামাল হোছাইনের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পূর্ব নিমতলা থেকে আব্দুল গফুর নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...