chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়াল

ডেস্ক নিউজ: সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে  শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৭৮০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।

আজ শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে সারাদেশে ১৯৫ জনের মৃত্যুতে এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৯৫ জনের মধ্যে পুরুষ ১০৩ জন, নারী ৯২ জন। শতকরা হার বিবেচনায় পুরুষের মৃত্যুর হার ৬৮ দশমিক ৬৪ শতাংশ ও নারীর মৃত্যুর হার ৩১ দশমিক ৩৬ শতাংশ।

মারা যাওয়া ১৯৫ জনের মধ্যে ৬৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া ৩৬ জন চট্টগ্রামের, ১৮ জন রাজশাহীর, ৪১ জন খুলনার, ৫ জন বরিশালের, ১ জন সিলেটের, ১৬ জন রংপুরের ও ১০ জন ময়মনসিংহের বাসিন্দা ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮২৭টি নমুনায় পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর