chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন জননেতা ইসহাক মিয়া

নিজস্ব প্রতিবেদক : নির্লোভ আত্মপ্রচার বিমুখ মরহুম জননেতা ইসহাক মিয়া নিরলসভাবে আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন।

অসহায় মানুষের অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার ছিলেন। যুগের পর যুগ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে চট্টগ্রাম তথা বাংলাদেশের মানুষ।

জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক গন পরিষদ সদস্য ইসহাক মিয়ার ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ নেতারা এসব মন্তব্য করেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে প্রয়াত এই নেতাকে স্মরণ করা হয়। এসময় তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নের্তৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর শৈবাল দাস সুমন, ওর্য়াড আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী, মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক কাউন্সিলর এ. এইচ. এম সোহেল, আনিসুর রহমান, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, মোঃ ইব্রাহিম সহ নেতৃবৃন্দ।

আরপি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...