chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিইপিজেডের সামনে পোশাক শ্রমিকের জটলা

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধের’ নির্দেশনা অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল চট্টগ্রাম (সিইপিজেড) বন্ধ থাকায় এর প্রবেশপথে ভিড় করেছেন পাঁচশরও বেশি শ্রমিক।

শনিবার (২৪ জুলাই) কারখানা বন্ধ থাকায় তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি ইপিজেড কর্তৃপক্ষ।

শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের বিষয়ে তাদের আগে থেকে জানানো হয়নি। শনিবার সকাল ৭ টায় তারা কাজে যোগ দিতে ইপিজেডে যান।

পোশাক শ্রমিকরা  জানিয়েছে,  গ্রাম থেকে কাজে যোগ দেওয়ার জন্য তারা শহরে এসেছে। আজ অফিসে যাওয়ার সময় দেখি আমাদের ঢুকতে দিচ্ছে না। কারণ আমাদের ছুটির কথা বলা হয়নি। ছুটির বাইরে অফিস মিস করলে ওরা প্রেজেন্ট বোনাস দিবে না, বেতন থেকেও টাকা কাটবে। এমনকি টানা কয়েক দিন মিস দিলে চাকরিও চলে যেতে পারে, তাই বাধ্য হয়ে চাকরি বাঁচাতে কাজে আসতে হয়েছে।

চট্টগ্রাম ইপিজেডে কর্মকর্তারা বলেন, তাদের কোনো প্রতিষ্ঠান খোলা নেই। তবে গার্মেন্টস আদৌ বন্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত একটু দেরিতে আসায় কিছু কিছু শ্রমিককে ছুটির সংবাদ জানানো যায়নি। তাই সকালে অফিস খোলা আছে ভেবে কিছু শ্রমিক ইপিজেডের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। আমরা তাদের ঢুকতে দিইনি। তাদের বন্ধের কথা বলে পাঠিয়ে দেয়া হয়েছে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর