chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে কাকোলী (২০) নামের এক ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল পাঁচটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামে ৪নং ওয়ার্ডের কালাশশির বাড়ীর নয়ন নাথের স্ত্রীর লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই ইলিয়াস মাহামুদ ঘটনাস্থল থেকে অন্তঃসত্বা কাকোলির লাশ উদ্ধার করেন।

তিনি জানান, কিছু প্রাথমিক আলামত জব্দ করেছি এবং স্থানীয়দের বক্তব্যে জানতে পেরেছি তাদের মাত্র আট মাস আগে বিয়ে হয়েছে। তার স্বামী নয়ন নাথ ঢাকায় গার্মেন্টেসে চাকুরি করেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছেন এবং ঘটনার দিন দুপুরে একসাথে বসে সবাই ভাত খেয়েছে। বিকাল বেলা বাড়ির মহিলারা সবাই মিলে মন্দিরে মনসা পুঁথি পড়ছিল আর তার স্বামী নয়ন ও একটু ঘরের বাইরে বের হয়েছিলো। কিছুক্ষন পরে স্বামী নয়ন এসে দেখে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙ্গে দেখে কাকোলী ফ্যানের সাথে ঝুলে আছে ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে থানা পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং শুক্রবার রাতেই মরদেহ মর্গে প্রেরণ করেছে।
এসআই ইলিয়াস মাহামুদ বলেন, নিহতের পরিবার এটাকে হত্যা বলে দাবী করায় ময়নাতদন্ত রিপোর্টে এ ধরণের কোন আলামত পাওয়া গেলে আমরা পুনরাই হত্যা মামলা নেব।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...