chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়েজিদে গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদে পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে সুমা বড়ুয়া (৪১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ জুলাই) বিকালে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমা বড়ুয়ার বাড়ি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে। তার স্বামীর নাম অজয় বড়ুয়া।

স্বামী অজয় বড়ুয়া জানিয়েছেন, কোনো কারণ ছাড়াই এমন ঘটনা ঘটিয়েছেন স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করা সুমা বড়ুয়াকে গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...