chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

ডেস্ক নিউজ: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীতশিল্পী ফকির আলমগীর মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক , একুশে পদকপ্রাপ্ত, দেশবরেণ্য কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীর ইন্তেকাল করেছেন…ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

এদিকে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ।

শনিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর