chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা: নমুনা পরীক্ষার সঙ্গে শনাক্তও বেড়েছে, কমেছে মৃত্যু

ডেস্ক নিউজ: সারাদেশে গত ২৪ ঘন্টায় বেড়েছে করোনার নমুনা পরীক্ষা। সেই সাথে বেড়েছে সংক্রমণও। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমে এসেছে করোনায় মৃত্যুর সংখ্যা।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ১৬৬ জন। গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়।

আজ আরো ২১ জন বেড়ে সারাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জনে। দেশে করোনায় এখন পর্যন্ত সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ৬ হাজার ৩শ ৬৪ জনের শরীরে। যা গতকালের চাইতে প্রায় দ্বিগুন বেশি।

গতকাল সারাদেশে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৯৭ জন। দেশে এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে।

শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ ও মৃত্যুর চিত্র তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আগের দিনের তুলনায় করোনায় শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৪৯৩টি। আগের দিন সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১১ হাজার ৪৮৬টি।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৬৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯৫ জন, নারী ৭১ জন। তাদের মধ্যে বাসায় চার জন ও বাকি ১৬২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একই সময়ে মৃতদের মধ্যে সর্বোচ্চ ৬০ জন ঢাকা বিভাগের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ জন করে মারা গেছেন চট্টগ্রাম ও খুলনা বিভাগে।

এছাড়া রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে আট জন, রাজশাহী বিভাগে সাত জন ও ময়মনসিংহ বিভাগে তিন জন মারা গেছেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...