chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে শিশু বলাৎকারের অভিযোগে সিকিউরিটি গার্ড আটক

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছেলে শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে মার্কেট সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৫ টার দিকে সীতাকুণ্ড উপজেলার পৌরসদরে ওই্ ঘটনা ঘটে।

আটক গার্ড মো. রুহুল আমিন (৫০) নোয়াখালী কবিরহাট কামেশ্বর ৮ নং ওয়ার্ডস্থ নাইয়ের পুতের বাড়ির মৃত দুলু মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে দোকানে যাওয়ার সময় ৯ বছল বয়সী ও শিশুকে পার্শবর্তী নির্মাণাধীন সিকিউর সিটি মার্কেটের গার্ড মো.রুহুল আমিন(৫০) মাংস রুটির লোভ দেখিয়ে ভবনের ভেতরে ডাকেন।

শিশুটিকে ওই ভবনের ২য় তলায় অস্থায়ী কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটি জোরে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হওয়ার ভয়ে বৃদ্ধ গার্ড রুহুল আমিন তাকে ছেড়ে দেয়।

শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে সন্ধ্যায় তার পরিবার স্থানীয়দের সহযোগিতায় ছেলে শিশুটিকে নিয়ে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত গার্ডকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, শিশু বলাৎকারের অভিযোগে আটক গার্ড রুহুল আমিনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর