chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী উপজেলায় পুকুরে পড়ে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চরলক্ষ্যা ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবদুর রহিম মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ফরহাদ। শিশুটির চাচী খুরশিদা এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টায় সবাই ঈদের নামাজ পড়তে গেলে শিশুটি কোন এক সময় খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...