chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় মারা গেছেন চরলক্ষ্যার ইউপি সদস্য শাহ আলম

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে মারা গেছেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম কিরণ (৪৪)।

চট্টগ্রাম নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২১ জুলাই) সকাল পৌনে ৮টার সময় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত শাহ আলম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকার হাজী মফজল আহমদের বাড়ির জাফর আহমেদের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন নিহত শাহ আলমের ভাগ্নে আকরাম হোসেন রানা। তিনি বলেন, সর্দি জ্বরসহ করোনা উপসর্গ দিলে গত ১৩ জুলাই তার মামা শাহ আলম করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।

দুদিন পর তার রিপোর্ট পজেটিভ আসলে ওইদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থা খারাপ হতে দেখে পরদিন ১৭ জুলাই মামাকে লাইফ সাপোর্টে নিয়ে যায় সেখানকার চিকিৎসকরা। আজ বুধবার সকালে তিনি মারা যান।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় গাউছিয়া কমিটি কর্ণফুলী টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে শাহ আলমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সৈন্নার গোষ্ঠী জামে মসজিদ প্রাঙ্গণে নামজে জানাজা সম্পন্ন করা হয়।

এই বিভাগের আরও খবর
Loading...