chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম নগরে কোরবানি দিতে গিয়ে আহত ২৫

ডেস্ক নিউজ: চট্টগ্রামে ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত প্রায় ২৫ জনেরও বেশি ব্যক্তি আহত আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অধিকাংশই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। আবার অনেকেই কোরবানির সময় গরুর শিংয়ের আঘাত পেয়ে আহত হয়েছেন। তারাই প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।

বুধবার (২১ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৫ জনেরও বেশি ব্যক্তি কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দিনভর এ সংখ্যা বাড়তে থাতে। দুপুরের পর আহতের সংখ্যা কিছুটা কমে আসে। তিনি বলেন, প্রতিবছরই কোরবানি দিতে গিয়ে আহত হয়ে অসংখ্য লোক চমেকে আসেন। এবারও আসছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়।

এই বিভাগের আরও খবর