chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, করোনা মহামারির বিশেষ পরিস্থিতিতে আমরা এবারের পবিত্র ঈদুল আযহাসহ চারটি উৎসব উদযাপন করতে যাচ্ছি। ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ।

‘কিন্তু বৈশ্বিক মহামারির বিশেষ পরিস্থিতিতে ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ে কোনভাবেই যেন নিজের ও পরিবারের বিপদ ডেকে না আনি।’

নগরবাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে ঈদ উদযাপন করুন। গরুর হাটে গেলে মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। কোরবানির জবাইকৃত পশুর রক্ত গর্তে ভরে মাটিতে পুঁতে ফেলুন।

‘এসব রক্ত পানির সাথে মিশে নালা-নর্দমায় গিয়ে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়াবে। কাজেই নিজে সুরক্ষিত থাকুন ও নগরবাসীকে নিরাপদে রাখুন।’

চসিক মেয়র বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন নগরবাসীকে সুরক্ষিত রেখে অতিমারীর ঈদগুলোও যেন উদ্যাপনের তৌফিক দান করেন সেই প্রত্যাশা করি। ঈদ মোবারক।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...