chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কালুরঘাটে টেম্পো উল্টে প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কালুরঘাটে সিএনজি চালিত টেম্পো উল্টে আবু বক্কর (৫০) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আনন্দের বাড়ির নোয়া মিয়ার ছেলে।

স্থানীয় শিক্ষক মো. জাকির হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম নগরীতে মেয়ের বাসা থেকে টেম্পো করে বাড়ি ফিরছিলেন আবু বক্কর। ফেরার সময় কালুরঘাটের পশ্চিম পাড়ে সিএনজি টুকটুকিটি উল্টে গেলে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, কিছুদিন আগে কাতার থেকে মেয়ের বিয়ে উপলক্ষে তিনি বাড়িতে আসেন। তিনি এক পুত্র ও চার কন্যা সন্তানের জনক।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...