chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন

খেলা ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিরিজটি শুরু হবে ২২ জুলাই থেকে।

আগের সূচি অনুযায়ী, হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হওয়ার কথা ছিল ২৩, ২৫ এবং ২৭ জুলাই। তবে এখন ম্যাচগুলো হবে ২২, ২৩ এবং ২৫ জুলাই।

ভেন্যু অপরিবর্তিতই থাকবে। তিনটি ম্যাচই শুরু হবে একই সময়ে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে)।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সফরের সম্প্রচার জটিলতা কাটাতে দুই দেশের মধ্যেকার বোর্ড আলোচনার মাধ্যমে এই সূচি পরিবর্তনে সম্মত হয়েছে বলে জানিয়েছে তারা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...