chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। আজ সোমবার সকালে মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূর নাম তছলিমা বেগম (১৬) তিনি ওই ক্যাম্পের মোবারকের স্ত্রী।

জানা গেছে, গত রবিবার বিকেলে দেবর কাশেম মোবারকের লুঙ্গি ধোয়াকে কেন্দ্র করে পুত্রবধূ তছলিমা এবং শাশুড়ি ফাতেমা খাতুনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাতে তারা নিজ নিজ রুমে ঘুমাতে যায়।

রাত ২টার দিকে শাশুড়ি নাতির কান্না শুনে রুমে গিয়ে দেখতে পায় রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে তছলিমা। শাশুড়ির চিৎকার শুনে আশেপাশের রোহিঙ্গারা জড়ো হয়ে রশি কেটে মরদেহ নিচে নামায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাঈম উল হক।

তিনি বলেন, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ আত্নহত্যার খবর পেয়ে উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর