chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অসহায় পরিবারের মাঝে সিএমপি দক্ষিণের ঈদ উপহার 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ।

আজ সোমবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স জাতির জনক চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি জানান, নগরীর অসহায় দারিদ্র্য জনসাধারণের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সিএমপির এ উদ্যোগ গ্রহণ করেছে।

এ কার্যক্রমের আওতায় সিএমপির দক্ষিণ বিভাগের ২৪টি বিট এলাকায় বসবাসরত প্রতিটি বিট এলাকার ২৫ টি পরিবারের মাঝে ইদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, পেয়াজ, সেমাই, সাবান সহ নিত্য প্রয়োজনীয় ১৫ কেজি খাদ্য সামগ্রী বাসায় গিয়ে বিতরণ করা হবে।

উপহার সামগ্রী বিতরণকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাকসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর