chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘মেসির জন্য জীবন দিয়ে দিতে চাই’

খেলা ডেস্ক: দেশের হয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতেছেন লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনার পক্ষে চীনের মহাপ্রাচীর হয়ে ছিলেন মার্তিনেজ।

আসরের সাত ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছেন ২৮ বছর বয়সী এ গোলরক্ষক। যার ফলস্বরূপ পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।

সেমিফাইনালে মার্তিনেজের দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাকে ‘ফেনমেনন’ তকমা দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

এবার সেই গোলরক্ষক এমি. মার্তিনেজ জানালেন, মেসির মতো কিংবদন্তির মুখে এমন প্রশংসা ফাইনালে ভালো করতে অণুপ্রেরণা জুগিয়েছে।

সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

সেখানে তিনি বলেছেন, ‘মেসি আমার সঙ্গে ছবি দিয়ে লিখল-সে একজন ফেনোমেনন। এরপর আমি কীভাবে ফাইনালের মতো জায়গায় পারফর্ম করা ছাড়া থাকতে পারি? আমি তাকে আমার জীবন দিয়ে দিতে চাই।’

‘আমি তার জন্য মরে যেতে চাই। আমি আরও চার-পাঁচ মাস আগে বলেছিলাম- আমি চাই সে আমার আগে কোপা জিতুক। এবং এটা সত্যি, বাকি সব আর্জেন্টাইনের মতোই। আমার মনে হয় ব্রাজিলিয়ানরাও শুধু মেসির জন্য চেয়েছিল আমরা কোপা জিতি।’

ফাইনালে ভালো করার পেছনের মেসির করা ইনস্টাগ্রাম পোস্টগুলোর কথা জানালেন মার্তিনেজ।

‘মেসির সেই পোস্ট দেখার পর আমি ভাষাহীন হয়ে পড়েছিলাম। একটা ছবি আছে- মেসি আমাকে জড়িয়ে আছেন। ওই ছবিটা ফ্রেমে আটকে রাখতে চাই।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর