chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক : দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৩ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে অনেকে। পোর্টল্যান্ড এবং ওরেগন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে দাবানল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে গেছে অন্তত ৫০০ মাইল এলাকা।

অঙ্গরাজ্যগুলোতে অন্তত ৭০ টি দাবানল সক্রিয় রয়েছে  বলে জানিয়েছে দেশটির বন বিভাগ। চলমান তাপপ্রবাহে আসছে সপ্তাহে দাবানলগুলো আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে বরে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

এর সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে তীব্র গরম আর আগুনের ধোঁয়ার মধ্যে কাজ করায় জীবনের ঝুঁকিতে রয়েছেন দমকল বাহিনীর কয়েক হাজার  কর্মী।

এরই মধ্যে বেশ কয়েকটি অঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল গুলোতে প্রাণ হারিয়েছে হাজার হাজার বন্য প্রাণী। এদিকে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে রাশিয়া ও কানাডাও।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর