chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে, চালক নিহত 

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে প্রাইভেট কার চালক নুর মিঞা (৩৫) নিহত হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সকাল আটটার দিকে উপজেলার বাড়বকুণ্ড আনোয়ারা ঝুট মিল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান চালক নুর মিঞা। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটাস্থল থেকে চালক নুর মিঞার মৃত দেহ ও দুর্ঘটনা কবলিত কারটি উদ্ধার করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো.সাইদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে  যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারটি খাদে পড়ে যায়। এত কারের চালক ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে আমরা চালকসহ গাড়িটি উদ্ধার করি।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...