chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৫

ডেস্ক নিউজ : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৬৫ জন।

রবিবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৬৮ ও উপজেলার ১৯৭ জন।

এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৪১ জনে। এছাড়া মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৬৭ জনে।

 

এই বিভাগের আরও খবর
Loading...