chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধসে ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে প্রচণ্ড বৃষ্টিতে ভবন ধসে নিহত হয়েছে  ১৫ জন। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান।

শনিবার (১৬ জুলাই) রাতে ও রবিবার (১৭ জুলাই) সকালে মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলিতে দুটি বাড়ি ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) থেকেই শহরটিতে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি এলাকা। বেশ কিছু অঞ্চলের সঙ্গে বন্ধ হয়ে গেছে ট্রেন যোগাযোগ। শহরজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রয়োজন ছাড়া নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে সপ্তাহ জুড়েই ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর