chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রংপুরে মুখোমুখি বাসের সংঘর্ষে নিহত ৬

ডেস্ক নিউজ : রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

রবিবার (১৮ জুলাই) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর
Loading...