chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্ক পরাটাই হবে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের উপহার: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সবার জন্য যতটুকু সম্ভব তিনি (প্রধানমন্ত্রী) খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্ট্র থেকে দিচ্ছেন।

‘তার প্রতিদান হিসেবে আমাদেরও কিছু দিতে হবে। আমরা শুধু যাতে সবসময় মাস্ক পরি। এটিই হবে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের উপহার।’

আজ শনিবার চট্টগ্রাম নগরীর লালখান বাজারে শহীদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ ও চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান এই সময়ে আমরা যতটুকু সম্ভব লকডাউন মেনে চলি এবং ঘরে থাকি। তারপরেও লকডাউন মেনে না চলি, তাতে যদি করোনায় আক্রান্ত হয়ে পরিবারের কর্মক্ষম লোকটি দুর্ঘটনায় পড়তে পারে।

‘তখন সারাজীবন আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। তখন পুরো পরিবারকেই পথে বসতে হবে।’

ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকী আহমেদ, পেশাজীবী নেতা আমজাদ হাজারী প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর